কেকের জগতে ভ্যানিলা কেকের আবেদন সেই শুরু থেকেই। তাইতো অসাধারণ এই কেকটি স্বাদ ও সুগন্ধের জন্য ছোট-বড় সবার কাছেই ভীষণ প্রিয়। আর, অনন্য ক্লাসিক স্বাদের মজাদার ভ্যানিলা কেক এখন পাবেন ‘আল-এরাবিয়ান কেক এন্ড সুইটস’- এর সকল আউটলেটে।


জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা পরিবারের সাথে যেকোনো ছুটির দিনের উদযাপনে পারফেক্ট এই কেকে রয়েছে সিল্কি ভ্যানিলা বাটারক্রিমের সাথে তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেকের নিখুঁত মেলবন্ধন। ফলে এক টুকরো ভ্যানিলা কেক মুখে দিলেই মিলিয়ে যায় নিমেষেই, কিন্তু এর স্বাদ রয়ে যায় বহুক্ষন।


✅ তাহলে, আর অপেক্ষা কিসের? সুস্বাদু এবং মানসম্মত সেরা স্বাদের ভ্যানিলা কেক উপভোগ করতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ‘আল-এরাবিয়ান’- এর যেকোনো আউটলেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *